বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন। ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বীর শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দেয়।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধাদের একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানী সেনাবাহিনী তাদেরকে আক্রমণ করে। সেই আক্রমনে সহযোদ্ধা নান্নু মিয়া গুলিবিদ্ধ হলে নূর মোহাম্মদ তাকে কাঁধে তুলে নেন। একটি মর্টারের একটি গোলা তাকে আঘাত করে। তখন নূর মোহাম্মদ এক সহযোদ্ধাকে নান্নু মিয়ার দায়িত্ব দিয়ে নিরাপদে চলে যেতে বলেন এবং গুলি ছুড়তে থাকেন। অনেকক্ষন আটকে রাখেন পাকিস্তানী সেনাবাহিনীকে। সেই সুযোগে সহযোদ্ধারা নিরাপদ দূরত্বে চলে যেতে পারে। কিছুক্ষণ পর পাকিস্তানী সেনাবাহিনী তার কাছে এসে বেয়নেট চার্জ করে চোখ দুটো উপড়ে ফেলে।
পরের দিন সহযোদ্ধারা একটি ঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে ও যশোরের কাশিপুর গ্রামে সমাহিত করে।
বর্ডার গার্ড বাংলাদেশ, বীরশ্রেষ্ঠ
বর্ডার গার্ড বাংলাদেশ কিভাবে দেশের সেবা করছে
জন্ম ২৬ ফেব্রুয়ারি ১৯৩৬ মহিষখোলা, নড়াইল
পেশা ইপিআর (বর্তমান বিজিবি) সৈনিক
দাম্পত্য বেগম ফজিলাতুন্নেছা (তোতাল বিবি)
মৃত্যু ৫ সেপ্টেম্বর ১৯৭১