| ঢাকা, সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বন্ড মার্কেট জনপ্রিয় হলে তা পুঁজিবাজার চাঙ্গা করতে অবদান রাখবে

February 21, 2022
Image

সালমান এফ রহমান মনে করেন বাংলাদেশে বন্ড মার্কেট জনপ্রিয় হলে তা পুঁজিবাজার চাঙ্গা করতে অবদান রাখবে। তার মতে বাংলাদেশের পুঁজিবাজার অনেকটাই ইকুইটি বেইজ। বন্ বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করা প্রয়োজন বলে মনে করেন সালমান এফ রহমান।

বাংলাদেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তেমন একটা নেই। যে পরিমাণ লেনদেন হয় পুঁজিবাজারে তার ৮০% আসে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। বাকি ২০% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে আসে। উন্নত বিশ্বের পুঁজিবাজারের সাথে তুলনা করলে দেখা যায় বাংলাদেশের পুঁজিবাজারের চিত্র উন্নত বিশ্বের পুঁজিবাজার থেকে পুরোপুরি উল্টো।

সালমান এফ রহমান মনে করেন এই দিকটা নিয়ে কাজ করা প্রয়োজন।

২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ৪৫০ ডলার। বর্তমানে তা ২২২৭ ডলারে এসে পৌঁছেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে। দেশের অর্থনীতির উন্নয়নে প্রধান মন্ত্রীর অক্লান্ত পরিশ্রমের ফল এখন দেশবাসী পাচ্ছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান মনে করেন যদি দেশের বন্ড মার্কেট উন্নয়ন করতে সক্ষম হয় তাহলে দেশের অর্থনীতি আরো বেগবান হবে।

PREVIOS POST
কোভিড মহামারী মোকাবেলায় বাংলাদেশ
NEXT POST
শেয়ারবাজারে দেশের প্রথম ইসলামি শরিয়াহভিত্তিক বন্ডের লেনদেন শুরু

Related Posts