ফেয়ার প্রাইস সপ বাই বেক্সিমকো
বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট সেক্টর কোম্পানি হিসেবে বিবেচিত। গত তিন দশকে কোম্পানিটি অনেক নতুন উদ্ভাবন এবং উপায় বাংলাদেশের ব্যবসায়ী খাতে শুরু করেছে। কোম্পানিটি শুরু থেকেই সকল কর্মচারীদের ব্যাপারে সজাগ এবং তাদের ভালো-মন্দ দেখভাল করে এসেছে। সে
বেক্সিমকো গ্রুপ সম্প্রতি ফেয়ার প্রাইস সব নামে একটি দোকান খুলেছে যেখানে এই প্রতিষ্ঠানটির ৪০ হাজার এর উপরের কর্মরত কর্মচারীরা সাশ্রয়ী মরলে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। এর ফলে তারা সহজেই এবং সুলভ মূল্যে তাদের প্রয়োজনীয় কেনাকাটা এই দোকান থেকে তারা করতে পারবে।
বেক্সিমকো গ্রুপ বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট সেক্টর কোম্পানি হিসেবে বিবেচিত। গত তিন দশকে কোম্পানিটি অনেক নতুন উদ্ভাবন এবং উপায় বাংলাদেশের ব্যবসায়ী খাতে শুরু করেছে। কোম্পানিটি শুরু থেকেই সকল কর্মচারীদের ব্যাপারে সজাগ এবং তাদের ভালো-মন্দ দেখভাল করে এসেছে। সেই পরিক্রময় কোম্পানিটি সম্প্রতি এই ফেয়ার প্রাইস সব খুলল। দোকানটি বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের ভেতরে অবস্থিত। বর্তমানে এই দোকানে ১৫০০টির মতন দৈনন্দিন প্রয়োজনে লাগে এমন জিনিসপত্র এবং খাবার দাবার পাওয়া যায়। দোকানটির ম্যানেজমেন্ট আসা প্রকাশ করে যে ধাপে ধাপে এই সংখ্যা বাড়বে।
ফেয়ার প্রাইস টপে পাওয়া যায় চাল ডাল ময়দা নুডুলস বিস্কুট সহ নানা খাবারের আইটেম। পাশাপাশি রয়েছে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার এবং বেবিকেয়ারের নানা সামগ্রী।
দোকানটির একটি উল্লেখযোগ্য দিক হলো যে এই দোকানের বেশিরভাগ জিনিস ডিজিটালই ম্যানেজ করা হয়। দোকান থেকে বেক্সিমকো চল্লিশ হাজার কর্মচারীরা যখন কিছু কেনে সেই পরিমাণ অর্থ তাদের বেতন থেকে কেটে নেয়া হয় যার ফলে দোকানে আর তাদের কোন নগদ টাকা দিতে হয় না। পাশাপাশি সকল কর্মচারী চার পার্সেন্ট ডিসকাউন্ট পায়।