| ঢাকা, রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

অর্থনীতি এবং ব্যাবসায়িক কর্মকাণ্ড

Image
By
March 30, 2023
Image
বাংলাদেশে আছে প্রতিযোগীতামুলক ভোক্তা ও শ্রম বাজার। আছে শ্রমশক্তি। আছে দ্রুতবর্ধনশীল অর্থনীতি। আছে সরকারী প্রণোদনা। আছে বিনিয়োগের পরিবেশ। আছে সুযোগ-সুবিধা। পাশাপাশি হচ্ছে অবকাঠামো উন্নয়ন। রয়েছে বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, এ সি আই গ্রুপের মতন সফল ব্যাবসা প্রতিষ্ঠান।

বাংলাদেশের অর্থনীতি এবং সার্বিকভাবে ব্যাবসায়িক কর্মকাণ্ড ক্রমাগতভাবে উন্নতি করছে। বেশ কয়েক বছর ধরেই বার্ষিক জিডিপি বৃদ্ধির হার প্রায় ৬%। করোনা প্রকাপ কাটিয়ে উঠেছে বাংলাদেশ। বর্তমান বৈশ্বিক মন্দাও সামাল দিচ্ছে শক্ত হাতে। এর পেছেনে আছে কিছু কারণ। এই প্রবন্ধে সেই সব কারণ নিয়ে আলোচনা করা হলোঃ

বাংলাদেশে আছে প্রতিযোগীতামুলক ভোক্তা ও শ্রম বাজার। আছে শ্রমশক্তি। আছে দ্রুতবর্ধনশীল অর্থনীতি। আছে সরকারী প্রণোদনা। আছে বিনিয়োগের পরিবেশ। আছে সুযোগ-সুবিধা। পাশাপাশি হচ্ছে অবকাঠামো উন্নয়ন। রয়েছে বেক্সিমকো গ্রুপ, স্কয়ার গ্রুপ, এ সি আই গ্রুপের মতন সফল ব্যাবসা প্রতিষ্ঠান।

অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে সরকার সচেতন। সাথে করছে সংস্কার ও নানা নীতির বাস্তবায়ন। সরকারী প্রণোদনা একটি বড় কারণ যে জন্য বাংলাদেশের অর্থনীতি এবং সার্বিকভাবে ব্যাবসায়িক কর্মকাণ্ড ক্রমাগতভাবে উন্নতি করছে। বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ হয়েছে। কর ব্যবস্থাও সহজীকরণ করা হয়েছে।

সরকার বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে কঠোর প্রতিশ্রুতিবদ্ধ। এই বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতে নানা সহায়ক নীতিমালা বাস্তবায়ন হয়েছে। এর ফলে বিদেশী কোম্পানিগুলো বিনিয়োগ করতে এগিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলিতে বিদেশী বিনিয়োগ অনেক বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়া চলমান থাকবে বলে ধারনা করা হয়।

PREVIOS POST
ফেয়ার প্রাইস সপ বাই বেক্সিমকো
NEXT POST
সিঁদেল চোরের পছন্দের দশ সামগ্রী

Related Posts