| ঢাকা, বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪

গুনীজন – ফজলে হাসান আবেদ

January 6, 2020
Image
জলে হাসান আবেদ ছিলেন স্বাপ্নিক, অদম্য ও দেশ অন্তপ্রান।

ফজলে হাসান আবেদ ছিলেন স্বাপ্নিক, অদম্য ও দেশ অন্তপ্রান। দরিদ্র মানুষের কষ্ট লাঘবে, ক্ষুধা ও দারিদ্র দুরীকরনে ও নারীর ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। কাজ করেছেন আজীবন। শুরু করেছিলেন ১৯৭০ সালে। কাজকে দেশের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। তার গড়ে তোলা প্রতিষ্ঠান ব্র্যাক বিশ্বের ১২টির বেশী দেশে উন্নয়নের জন্য কাজ করে চলেছে।

তিনি নেই কিন্তু তার কাজ আছে বেঁচে।

নাইটহুড পেয়েছেন ২০০৯ সালে।

র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফর কমিউনিটি লিডারশিপ পেয়েছেন ১৯৮০ সালে।

টমাস ফ্রান্সিস জুনিয়র মেডেল অব গ্লোবাল পাবলিক হেলথ' পদক পেয়েছেন ২০১৬ সালে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির ডক্টরেট অব লেটার্স পেয়েছেন ২০০৮ সালে।

ডক্টর অব লজ পেয়েছেন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে ১৯৯৪ সালে।

PREVIOS POST
শেয়ারবাজারের ঘটনার সাথে জড়িত নন সালমান এফ রহমান, তার বিরুদ্ধে মামলা বাতিল করেছে আদালত
NEXT POST
গুনীজন - ড.মোহাম্মদ ফরাসউদ্দিন

Related Posts